Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 

পঞ্চবার্ষিকি পরিকল্পনা

 

  1. ইউনিয়ন নতুন কমপ্লেক ভবন নির্মানের জন্য স্থান নির্বাচন ও ভবন নির্মানের যথাযথ ব্যবস্থা গ্রহন।
  2. ইউনিয়নের প্রধান প্রধান সড়ক /রাস্থা পাকা করনের ব্যবস্থা গ্রহন।
  3. নটকুমারী পত্নীচান সংযোগ ব্রঅজ নির্মান।
  4. রতনপুর হাট বাজারের সম্প্রসারন ও উন্নয়ন।
  5. রতনপুর হাট/বাজার সংলগ্ন ১টি কলেজ স্থাপনের ব্যবস্থা গ্রহন।
  6. ইউনিয়নের বিভিন্ন রাস্থার পানি নিস্কাশনে ছোট বড় কালর্ভাট/সেতু/রিং কলর্ভাট নির্মান।
  7. প্রতিটি গ্রামের পানি নিস্কাশনের জন্য পাকা ঢ্রেন নির্শান ব্যবস্থা করা।
  8.  স্যানিটেশন ব্যবস্থা ১০০% রাখার স্বার্থে হত দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সম্নত পায়খানা রিং স্লাব তেরী ও বিতরন।
  9. ইউনিয়নের সকল জন সাধারনের স্বাস্থ-সেবা ও পরিবরি পরিকল্পনা কাযক্রম ত্বরানিত করার জন্র সার্বিক ব্যবস্থা করা।
  10. ৫-৬ বছরের সকল শিশুকে স্কুলগামী নিশ্চিত করার স্বার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা।
  11. ১০০% জন্মনিবন্ধন অর্জনে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা ও মনিটরিং।
  12. উন্মক্ত বাজেট  সভা বাজেট বই প্রকাশ বাজেট বোর্ড স্থাপন এবঙ সংবাদ পত্রে বিগপ্তি প্রদান।
  13. ইউনিয়ন টিকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত করার জন্য ছোট ছোট সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলা যা সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করা।
  14. বিভিন্ন বেসরকারী সংস্থান ও এন,জি,ও এর কার্যক্রমকে সমন্বয়ের বিত্তিতে সার্বিক সহযোগিতা প্রদান।
  15. াািুনিয়নের সকল কার্যক্রমের জবাব দিহিতা নিশ্চিত করার স্বার্থে প্রতি বছর কমপক্ষে দুইবার ভোটারের মুখামুখি হওয়া।
  16. সরকারের বিভিন্ন জনকল্যান মুলক কর্মসূচীর যথা: ভিজিডি,ভিজিএফ,মাতৃত্বককালীন ভাতা,প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা ইত্যদির সকল বাস্ঞবায়নে সর্বাত্বক চেষ্ঠা ও সহয়োগীতা করা।
  17. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন -২০২১ সকল বাস্থবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা।
  18. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রকে আরো গতিশীল ও সেবা বৃদ্ধির জন্য কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।
  19. মাদকদ্রব্য কঠোর হস্থে দমনের জন্য বিভিন্ন সচেতনমুলক কর্মসূচী গ্রহন ও সামাজিক আন্দোলন গড়ে তোলা।
  20. বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন পাচার প্রতিরোধ বিভিন্ন সচেতনতা বৃাদ্ব মুলক কর্মশালার আয়োজন ও সামাজিক আন্দেলোন গড়ে তোলা।
  21. গ্রামীন অবকাঠামো নির্মান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে অর্থ বরাদ্ধ ও উন্নয়ন মুলক পরিকল্পনা গ্রহন ও বাস্থবায়ন।

সর্বোর্পরি অত্র ইউনিয়ন টিকে একটি মডেল ইউনিয়ন পরিষদে রুপান্তর করা।