Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ/ মাসিক সভার সিদ্ধান্তসমূহ

                                             এপ্রিল/২০১৮ই মাসের সাধারন সভা কার্যবিবরনী

 

স্থানঃ ৩নং খানপুর ইউপি ভবন সভা কক্ষ।                    সময়ঃ ১০.০০ঘটিকা                     তারিখঃ  ১৯/০৪/২০১৮ইং

 

 সভাপতিঃ                জনাব মোঃ ইয়াকুব আলী

                         চেয়ারম্যান

            ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ

 বিরামপুর, দিনাজপুর

 

উপস্থিত সদস্যগণের নামের তালিকাঃ পরিশিষ্ট ক

 

আলোচ্য সূচীঃ   (১) পূর্ববর্তী সভার কার্য বিবরনী পঠন ও অনুমোদন।

(২) ২০১৬-২০১৭ ইং অর্থ বছরের এল জি এস পি,-৩ এর আওতায় পি,বি,জি বরাদ্দের অনুকহলে প্রকল্প গ্রহন ও অনুমোদন।

                     (৩) বিবিধ।

 

আলোচনা ও সিদ্ধামত্মঃ জনাব মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়।

 

১নং আলোচ্য সূচীর প্রেক্ষিতে পূর্ববর্তী সভার কার্য বিবরনী পাঠ করা হল এবং কোন সংশোধন না থাকায় সভায় তা সর্ব সম্নতিক্রমে গৃহিত ও অনুমোদিত হল।

 

২নং আলোচ্য সূচীর প্রেক্ষিতে সভাপতি সাহেব সভায় জানায় যে, ২০১৬-২০১৭ ইং অর্থ বছরের এল জি এস পি,-৩ এর আওতায় পি,বি,জি বরাদ্দের অনুকহলে প্রকল্প গ্রহন ও  অনুমোদন করা আবশ্যক। বিষয়টি নিয়ে উপস্থিত সদস্যগণ মাঝে বিসত্মারিত আলোচনা হয় এবং আলোচনামেত্ম নীতিমালা মোতাবেক মাতৃত্বকালীন ভাতাভোগীর অগ্রাধীকার তালিকা সর্বসন্মতিক্রমে প্রস্ত্তত পূর্বক অনুমোদিত হয়।

 

২০১৬-২০১৭ ইং অর্থ বছরের এল জি এস পি,-৩ এর আওতায় পি,বি,জি বরাদ্দের অনুকহলে গৃহীত অগ্রাধিকার প্রকল্প তালিকাঃ

 

ক্রঃ নং

প্রকল্পের নাম

ওয়ার্ড

খাত

টাকার পরিমান

মতব্য

০১

কালীশহর মিলনের বাড়ী হতে বড় ডগর পর্যমত্ম ড্রেন নির্মান। 

০৬

কৃষি ও সেচ

১,২৭,০০০/=

 

০২

লরামপুর গভীর নলকুপের ড্রেন নির্মান।

০৩

কৃষি ও সেচ

১,১০,০০০/=

 

০৩

রম্নপনগর আদর্শগ্রামের মসজিদের পার্শ্বে পুকুরের ধার প্যালাসাইডিং করন।

০৪

পরিবহন ও যোগাযোগ

৬১,৯০৫/=

 

 

 

 

মোট

২,৯৮,৯০৫/=

কথায়ঃ দুই লক্ষ আটানববই হাজার নয়শত পাচ টাকা মাত্র।

 

৩নং আলোচ্য সূচীর প্রেক্ষিতে বিবিধ আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে  সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

       

aa